মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ভার্চুয়ালি তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দ্রুত আছিয়ার হত্যাকারীদের বিচার চান তার মা। মাগুরায় শিশু আছিয়ার পরিবারের পাশে প্রথম থেকেই দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আছিয়ার পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। সোমবার সকালে তার পাঠানো উপহারটি তার নিজ গ্রাম শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে তার পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্যসামগ্রী এবং কিছু নগদ অর্থ। তবে আছিয়ার মা আসামীদের সর্বোচ্চ বিচার চান।