রাজধানী
রমযানের দ্বিতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
পবিত্র মাহে রমযানের দ্বিতীয় জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদে মুসল্লিদের ঢল নামে। এক কাতারে ধনী-গরিব, ছোট-বড় সকলে জুমার নামায আদায় করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল জাতীয় মসজিদটি।
Printed Edition

পবিত্র মাহে রমযানের দ্বিতীয় জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদে মুসল্লিদের ঢল নামে। এক কাতারে ধনী-গরিব, ছোট-বড় সকলে জুমার নামায আদায় করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল জাতীয় মসজিদটি।
গতকাল শুক্রবার জুমার নামাযের আজানের আগ থেকেই মসজিদে মসজিদে মুসল্লিদের আগমন শুরু হয়।
আজানের আগেই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের বিভিন্ন গেট দিয়ে মুসল্লিরা নামাযের জন্য প্রবেশ করেন। বেলা সোয়া ১২টা পার হতেই মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদে। বেলা ১টা বাজতেই কানায় কানায় পূর্ণ হয় মসজিদের ভেতর-বাহির প্রাঙ্গণ। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের রাস্তায় দাঁড়িয়ে নামায পড়তে দেখা যায়। ভেতরে তিল ধারনের জায়গা না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তর গেটের বাইরের সিঁড়ি ও রাস্তায় নামায আদায় করেন।
এদিকে পবিত্র মাহে রমযানের দ্বিতীয় জুমার নামায ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় মসজিদের প্রবেশমুখে সন্দেহজনক হলে তল্লাশি করা হয়।
পল্টন মোড় থেকেই বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে ও ভেতরেও ৩০ থেকে ৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। ভেতরে যারা কাঁধ ব্যাগ বা হাত ব্যাগ নিয়ে আসেন তাদের ব্যাগ খুলে তল্লাশি করা হয়।