‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নবীন বরনের আয়োজন করে ছাত্রশিবির সরকারি গ্রাফিক্স আর্টস কলেজ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে সরকারি গ্রাফিক্স আর্টস কলেজের অডিটোরিয়ামে নবীন বরন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ইসলামি ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। তিনি বলেন, দক্ষতার অর্জনের পাশাপাশি আমাদেরকে সৎ হতে হবে। তিনটি পদ্মাসেতুর নির্মাণ খরচ দিয়ে একটি পদ্মাসেতু তৈরি করা হয়েছিলো যা দেশের অর্থনৈতিকে অনেকাংশে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। তাই আগামী দিনের দুর্নীতি দমন করতে হলে সৎ মানুষের বিকল্প নেই।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান ভূইয়া। উপস্থিত ছিলেন থানার সভাপতি সেক্রেটারি ও অন্যান্য পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।