একুশে বইমেলা প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বৃহস্পতিবার, বিকেলে আধুনিক প্রকাশনীর ৪টি বইয়ের মোড়ক উন্মোচন হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ইন্সিটিটিউট এর চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউল আলম।
আধুনিক প্রকাশনীর প্রধান নির্বাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ.বি.এম ফজলুল করীমের সভাপতিত্বে মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন আধুনিক প্রকাশনীর ইনচার্জ হাফিজুর রহমান, লেখক অনুবাদক সাইয়েদরাফুল সালমান লেখা অনুবাদক আলী আহমদ মাবরুর, বিক্রয় বিভাগের ইনচার্জ সালেহ আল ইমতিয়াজ, আধুনিক বাঁধাইখানার ইনচার্জ মো. নুরুজ্জামান, আইটি বিভাগের ইনচার্জ ইঞ্জি. কামারাম মুনীর ফুয়াদ প্রমুখ।
ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান গ্রন্থ উন্মোচন মঞ্চে আধুনিক প্রকাশনীর আয়োজনে অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্যিক, বিভিন্ন পেশাজীবী, পাঠক এবং সাহিত্যপ্রেমীরা। আধুনিক প্রকাশনীর বইগুলো ঢাকা বইমেলায় প্রকাশনীর ১৬৩নং স্টলে পাওয়া যাচ্ছে। এবারের বইমেলা একেবারে শেষপ্রান্তে এসে উপনিত হয়েছে।