রাজধানী
সাবেক ২ এমপিসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে।
Printed Edition

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। বাকি দুটি মামলার একটি হয়েছে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে। আরেকটি মামলার আসামি গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও তার স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমান। গত বৃহস্পতিবার এসব মামলা দায়েরের তথ্য দেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন (প্রতিরোধ)।
শেখ হেলালের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপপরিচালক মোস্তাফিজুর রহমান। তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর বিরুদ্ধে মামলায় বাদী হন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। মামলায় শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সাতটি ব্যাংক হিসাবে ৫৩ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও এনেছে দুদক। রুপা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, স্বামীর সহায়তায় তিনি নিজ নামে ৬ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জন করেছেন।
সুপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। সেখানে তার বিরুদ্ধে ৬৩ লাখ ৫৫ হাজার ৫৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২৪ ডিসেম্বর স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে ২ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ১৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে দুদক।
মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মুহাম্মদ মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন। মামলায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ২ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি চুমকির বিরুদ্ধে একই অভিযোগে একটি মামলা করে দুদক।