DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজধানী

ঢাকাস্থ ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যক্তিদের পূর্ণমিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকাস্থ ঠাকুরগাঁওয়ের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মজীবিদের নিয়ে রাজধানীর কাকরাইলের আইডিইবি-তে পূর্ণমিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ই মার্চ) বিকেল তিনটায় আব্দুর রহমান ও জাকির হোসেনর যৌথ সঞ্চালনায় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক
Untitled

ঢাকাস্থ ঠাকুরগাঁওয়ের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মজীবিদের নিয়ে রাজধানীর কাকরাইলের আইডিইবি-তে পূর্ণমিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ই মার্চ) বিকেল তিনটায় আব্দুর রহমান ও জাকির হোসেনর যৌথ সঞ্চালনায় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ডিরেক্টর ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ভিশন গ্রুপের চেয়ারম্যান মো: বেলাল হোসাইন, সাদেকুল ইসলাম প্রক্টর (আই ইউবি এটি), ইবনে সিনা ট্রাস্ট এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: আমিনুর ইসলাম, ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় অফিস সম্পাদক মো: সিবগাতুল্লাহ, গনঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি মো: ফারুক হাসান, ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির আহবায়ক এড. পারভেজ লাবু সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. দেলাওয়ার হোসেন বলেন, গত দুই বছরে শিক্ষা সহায়তা, রমাদানের ফুড প্যাকেজ, কোরবানির গোস্ত, প্রায় এক হাজারটি টিউবয়েল, পাঁচটি মসজিদ নির্মাণ, চিকিৎসা সহযোগিতা ও শহীদ পরিবারের মাঝে লক্ষাধিক টাকা বিতরণ করা হয়।

এসময় তিনি আরও বলেন, উত্তরের প্রান্তিক জেলা ঠাকুরগাঁওকে এগিয়ে নিতে হলে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু ও একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে।

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম ঢাকাস্থ ঠাকুরগাঁও বাসীর বিভিন্ন প্রয়োজনে যেমন, রক্তদান, চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের ভর্তি কোচিং এ সহায়তা সহ নানাবিধ কার্যক্রম নিয়মিত ভাবে চালিয়ে যাচ্ছে ও সামনে ফোরামের কার্যক্রম আরো ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেন।