মিরপুর পল্লবীস্থ ঝিলপাড় এলাকায় ঢাকা সাংবাদিক সমবায় সমিতির জমিতে গতকাল রোববারও দু’দফায় হামলা হয়েছে। এ নিয়ে হামলাকারিরা গত ১৩ মার্চ থেকে চার দফায় হামলা চালিয়ে উন্নয়ন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও গাড়ি ভাংচুর ও ব্যাপক ক্ষতি করেছে।আজ ১৬ মার্চ বেলা ১১ টার দিকে প্রথম দফায় ২০/২৫ জন হামলা চালালে নির্মানশ্রমিকরা ২ জনকে ধরে পুলিশে সোপর্দ করে। এর জের ধরে সন্ধ্যায় এক থেকে দেড় শ সন্ত্রাসী প্রকল্প এলাকায় এসে হামলা চালায়। তারা প্রকল্পের সাইট অফিসে সংরক্ষিত নির্মান সামগ্রি, যন্ত্রপাতি ও গাড়ি ভাঙচুর ও লুটপাট করে।
এর আগে গত ১৩ মার্চ ২০২৫ তারিখ বৃহস্পতিবার প্রথম একদল দূর্বৃত্ত হামলা চালায়। তারা পিস্তল,রামদাসহ ধারালো অস্ত্র দেখিয়ে ভুমির উন্নয়ন কাজে কর্মরত শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেয়।তারা অকথ্য ভাষায় নির্মান শ্রমিকদের গালিগালাজ করে এবং এই মর্মে হুমকি দেয় যে আমাদের সাথে আলোচনা না করে কোন উন্নয়ন কাজ করলে জানে মেরে ফেলব।
এ ব্যাপারে জমির উন্নয়ন কাজের দায়িত্বপ্রাপ্ত কোম্পানী টি মল্লিক প্রপার্টিস এন্ড এন্টারপ্রাইজ লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: সাদেকুল ইসলাম বাদী হয়ে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেন।পরে ১৪ মার্চ দূর্বৃত্তরা পুনরায় শ্রমিকদের উপর হামলা চালায়। একই ধারাবাহিকতায় আজ ১৬ মার্চ দুই দফায় হামলা চালানো হলো।
উল্লেখ্য,২০০৬ সালে তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে জাতীয় গৃহায়ন কতৃপক্ষ পল্লবীর ঝিলপাড়স্থ এই ৭ একর জায়গা সিনিয়র সাংবাদিকদের আবাসনের জন্য ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নামে বরাদ্দ দেয়। প্রায় ৩শ সদস্যের এই সমিতি তখন বাজারমূল্যে দাম পরিশোধ করলে গৃহায়ন কতৃপক্ষ সমিতিকে জায়গাটি বুঝিয়ে দেয়। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা রাতের অন্ধকারে জমিটি দখল করে নেয়। তিনি তার মাস্তান বাহিনী দিয়ে সেখানে গরুর ফার্ম,রুটির কারখানা এবং সেমিপাকা,আধাপাকা ঘর ও টং এর ঘর তুলে ভাড়া আদায় করে ভোগ দখল করে। গত জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হলে হাসিনাসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের ন্যয় ইলিয়াস মোল্লাও এলাকা ছেড়ে পালিয়ে যান।গত ২১ জানুয়অরি প্রশাসনের সহায়তার জাতীয় গৃহায়ন কতৃপক্ষ পুনরায় জায়গাটি থেকে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সমিতিকে বুঝিয়ে দেন। তারপর থেকে জমির উন্নয়ন কাজ চলছিল। এরই মধ্যে আজ বৃহস্পতিবার এই সন্ত্রাসী হুমকির ঘটনা ঘটে।