রাজধানী
আন্তর্জাতিক নারী দিবসের বিবৃতি
নারীরা চিরকালই সমাজের গুরুত্বপূর্ণ অংশ
পানি ছাড়া যেমন জীবন অচল, তেমনই নারী ছাড়া অচল সমাজ ও সভ্যতা । বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এক বিবৃতি প্রদান করেন।
Printed Edition
পানি ছাড়া যেমন জীবন অচল, তেমনই নারী ছাড়া অচল সমাজ ও সভ্যতা । বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এক বিবৃতি প্রদান করেন। তিনি বলেন-৮ মার্চ সারা বিশ্বে এই বিশেষ দিনটি উদযাপিত হচ্ছে, এমন একটা সময়ে যখন নারীরা বিশ্বজুড়ে তাদের গুরুত্বপূর্ন অবদানের জন্য সমাজের অপরিহার্য অংশ হলে বিবেচিত হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, পরিবর্তনশীল সময়ের সাথে সাথে নারীরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রতি বছর ৮ মার্চ সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হওয়ার মধ্য দিয়ে এই দিনটি সম্পূর্ণরূপে নারী এবং তাদের সম্পর্কিত সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য উৎসর্গকৃত একটি দিন। নারী দিবস প্রথম পালন করা শুরু হযয়েছিল ১৮৫৭ সালে নিয়ইয়র্ক শহরে শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে। এই আন্দোলনে অংশ নিয়েছিলেন প্রায় ১৫ হাজারের বেশি নারী। এই নারীদের দাবি ছিল তাঁদের কর্ম ঘণ্টা কমানো, মজুরি বৈষম্য দূর করা ও তাদের মতপ্রকাশের স্বাধীনতা প্রদান করা।
এতে বলা হয়, আজ প্রায় পৌনে দুশত বছর হয়ে গেল নারীরা যে তিমিরে ছিল সে তিমিরেই যেন রয়ে গেছে। আজো তারা তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত। সামাজিক নিরাপত্তা, নিরাপদ কর্ম পরিবেশ সহ পরিবারে উত্তরাধিরার প্রাপ্ত সম্পত্তি, দেন মোহর, নিয়মিত খোরপোষ পাবার অধিকারসহ মৌলিক মানবাধিরার থেকেও বঞ্চিত রয়ে গেছে অধিকাংশ নারী। সামাজিক নিরাপত্ত ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে কিছু দুষ্টচরিত্রের মানুষ নামের অমানুষদের কারণে । এমন নিরাপত্তাহীন পরিবেশে কন্যা শিশুরাও আজ নিরাপদ নয়।
বিবৃতিতে আরও বলা হয়, নারী দিবস প্রতিটি নারীকে তাঁর অধিকার ও দাবি আদায় করার জন্য অনুপ্রাণিত হয়ে অঙ্গীকার বদ্ধ হতে হবে যে,আমরা নারীরা নারীদের যথাযথ সম্মান ফিরিয়ে আনতে ও তাদের অধিকার আদায়ে সবাইকে সচেতন করব। ইসলাম প্রদত্ত ভারসাম্য মূলক নারী বান্ধব নীতি অনুসরন ও বাস্তবায়নেই নারীর প্রকৃত মুক্তি নিহীত। আন্তর্জাতিক নারী দিবসে তিনি সচেতন সকল মহলকে নারীর অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের পক্ষ থেকে এ দিবসকে সামনে রেখে সারা দেশে লিফলেট বিতরন কর্মসূচী, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।