DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজধানী

ভিসা ছাড়াই গাম্বিয়া যেতে পারবেন সরকারি কর্মকর্তারা, চুক্তি সই

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। এতে গাম্বিয়া যেতে বাংলাদেশি কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের আগে থেকে ভিসা নিতে হবে না। গত বৃহস্পতিবার সচিবালয়ে

স্টাফ রিপোর্টার
Printed Edition
DailySangram-Logo

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। এতে গাম্বিয়া যেতে বাংলাদেশি কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের আগে থেকে ভিসা নিতে হবে না। গত বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের মধ্যে এ চুক্তিতে সই করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকা সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তঃদেশীয় সম্পর্ককে অধিকতর ফলপ্রসূ করতে ভিসা অব্যাহতি চুক্তি করে সম্পাদন করা হয়ে থাকে। এ পর্যন্ত ৩০টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে।

চুক্তি সই শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্ককে গভীরতর করে। এতে কূটনৈতিক সম্পর্কও জোরদার হবে। বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার পথকে প্রশস্ত করবে।

রোহিঙ্গা বিষয়ে গাম্বিয়ার নৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সংহতির জন্য গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওআইসির সমর্থনে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গাম্বিয়ার নেতৃত্ব আমাদের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এই সাহসী পদক্ষেপ ও মানবাধিকার রক্ষায় তাদের অঙ্গীকার আমাদের দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করেছে।” তৈরি পোশাক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং, তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট সেবা এবং ওষুধ খাতে দু’দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। দুই দেশের কূটনৈতিক সদিচ্ছাকে বাণিজ্যিক যোগাযোগে রূপান্তর করে অর্থনৈতিক অংশীদারত্বের পূর্ণ সম্ভাবনাকে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে বাংলাদেশে গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মোসাপা জাওয়ারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক শেখ ওমর বিটায়ে, বাংলাদেশ বিষয়ক ডেস্ক অফিসার অ্যাডামা ক্যাবালিটি সাল্লাহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বি এম জামাল হোসেন, পরিচালক তাহলিল দিলাওয়ার মুন, সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।