রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির বারতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে মহিমান্বিত মাস মাহে রমযান; তাই এ মোবারক মাসে একনিষ্ঠভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে নিজেদের ইতিবাচক পরিবর্তন ঘটানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
গতকাল শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর রমনা মডেল স্কুল এন্ড কলেজে হাতিরঝিল থানা পশ্চিম থানা জামায়াত আয়োজিত পবিত্র মাহে রমযান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য গোলাম মাওলা, আকতার হোসাইন, শামীম হোসাইন ও ওয়ার্ড সভাপতি আব্দুল বাশির প্রমুখ।
সাইফুল আলম খান মিলন বলেন, মূলত, রমযান মাস আত্মশুদ্ধি ও তাক্বওয়া অর্জনের মাস। এ মাসেই আমাদের জীবনের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। আজ আমরা প্রান্তিক শ্রেণির মানুষের মধ্যে যৎসামান্য হাদিয়া নিয়ে উপস্থিত হয়েছে। এটা আমাদের পক্ষ থেকে দান নয়; বরং এটা আপনাদের অধিকার। কিন্তু আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। মূলত, জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এখন পর্যন্ত যারা ক্ষমতায় তারা জনগণের সমস্যার সমাধান না করে লুটপাটে ব্যস্ত থেকেছেন। অন্তর্বর্তী সরকারও এক্ষেত্রে পুরোপুরি সফল হয়নি। তাই জনগণের অধিকারের নিশ্চয়তা দিতে হলে দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মূলত, মানবরচিত আদর্শ দিয়ে দেশ পরিচালনার কারণে সমাজ- রাষ্ট্রে এতো অশান্তি। কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কারণে হযরত ওমর (রা.) ইতিহাসের শ্রেষ্ঠ শাসকের মর্যাদা পেয়েছিলেন। তিনি তার সঙ্গীদের বলেছিলেন, ‘ফোরাত উপকূলে কোন কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে শাসক হিসাবে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে’। তিনি দেশে খোলাফায়ের রাশেদার আদর্শের শাসন প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।