DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজধানী

ভারতে ১৩ বাংলাদেশী নাগরিক গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশীদের গ্রেফতার করেছে বলে সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। পিটিআই।

সংগ্রাম ডেস্ক
Printed Edition

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশীদের গ্রেফতার করেছে বলে সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। পিটিআই।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার গোমতি জেলার নতুনবাজার এলাকার উপজাতি অধ্যুষিত ধনিয়াবাড়িতে অভিযান চালায় বিএসএফ। এ সময় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেফতার করা হয়।

বিএসএফের একজন কর্মকর্তা বলেছেন, গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন ত্রিপুরার গোমতি জেলার নতুন বাজার এলাকার বাসিন্দা। এছাড়া বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়।