লিবিয়ায় ভয়ংকর মানবপাচার এবং মুক্তিপণ আদায় চক্রের প্রধান ফখরুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশী অভিবাসীদের লিবিয়ায় পাচার, আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের বড় চক্র গড়ে তুলেছেন।
রোববার সন্ধ্যায় কায়রো থেকে ঢাকায় পৌঁছানোর পর তাকে গ্রেফতার করা হয়। এসময় ফখরুদ্দিনকে পালাতে সহায়তা করার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার শওকত আলীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গত সোমবার পুলিশ এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ফখরুদ্দিনের পাচারচক্র বাংলাদেশ থেকে কর্মসংস্থানের প্রলোভনে হাজারো অভিবাসীকে লিবিয়ায় পাচার করতো। সেখানে গিয়ে তারা ভয়াবহ পরিস্থিতির শিকার হতেন, অবৈধভাবে বন্দী হয়ে অমানবিক নির্যাতন সহ্য করতেন। পাচারের শিকার একজন ভুক্তভোগী আশিকুর রহমান সুমন (২১)।