বিভিন্ন ফসলের জাত উন্নয়ন ও বাণিজ্যিকীকরণ সংক্রান্ত বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং গ্রামীণ ইউগ্লেনার মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

গ্রামীণ ইউগ্লেনা এবং গাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের যৌথ গবেষণার অংশ হিসেবে উচ্চফলনশীল ব্ল্যাক সয়াবিনের জাত উন্নয়নে কাজ করা হবে। এছাড়া সয়াবিন, তিলসহ তৈলবীজ জাতীয় ফসলের উন্নয়ন এবং বাণিজ্যিকীকরণে পদক্ষেপ গ্রহণ করা হবে। গবেষণার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ এবং কৃষকদের লাভবান করার কৌশল নিয়ে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।

চুক্তির আওতায় গ্রামীণ ইউগ্লেনা অর্থায়ন করবে এবং গাকৃবির কৃষিতত্ত্ব বিভাগ কারিগরি সহায়তা প্রদান করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং ইউগ্লেনা জিজি লিমিটেডের কো-সিইও শিওরি অনিশি (এমএস)।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের প্রধান গবেষক ও কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম.এ মান্নান ফসলের নতুন জাতের বৈশিষ্ট্য এবং দেশের অর্থনীতিতে তাদের ইতিবাচক প্রভাব নিয়ে তথ্যবহুল উপস্থাপনা দেন। তিনি গবেষণার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার, বাজার সম্ভাবনা ও বাণিজ্যিকীকরণ নিয়ে বিশদ আলোচনা করেন।

গাকৃবির ভিসি বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের এই চুক্তি আমাদের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। গ্রামীণ ইউগ্লেনার সঙ্গে যৌথ গবেষণা কৃষির নতুন দিগন্ত উন্মোচন করবে।”

গ্রামীণ ইউগ্লেনার কো-সিইও শিওরি অনিশি বলেন, “বাংলাদেশের কৃষকদের জীবনমান উন্নয়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারা আমাদের জন্য সম্মানের বিষয়। আমাদের লক্ষ্য নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে আসা যা কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।”

উল্লেখ্য, ইউগ্লেনা জিজি লিমিটেড (গ্রামীণ ইউগ্লেনা) হলো ইউগ্লেনা কো. লিমিটেড, জাপান এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশন বাংলাদেশের একটি যৌথ সামাজিক ব্যবসায়িক উদ্যোগ। প্রতিষ্ঠানটি পুষ্টিকর মাইক্রোঅ্যালগি ইউগ্লেনার ব্যবহার করে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে।