রাজধানী
হাজীদের সেবায় সর্বাত্মক চেষ্টা করবো ----হাব সভাপতি
আগামীতে হজ যাত্রীরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় এবং তাদের সেবায় যা যা করা দরকার সবই করা হবে বলে জানিয়েছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।
Printed Edition
আগামীতে হজ যাত্রীরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় এবং তাদের সেবায় যা যা করা দরকার সবই করা হবে বলে জানিয়েছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। গত শনিবার দুপুরে হাব কার্যালয়ে রিলিজিয়ার রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতৃবৃন্দের সাথে শুভেচ্চা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর আরআরএফের সভাপতি ওবায়দুল্লাহ বাদল, সেক্রেটারি, কামরুজ্জামান বাবলু, সহসভাপতি মুহসিনুল কবির লেবু, মো. মিয়া হোসেন, অর্থসম্পাদক শাহ আলম নুর, সাবেক সভাপতি শামসুল ইসলাম ও ফয়েজ উল্লাহ ভুইয়া, সদস্য আহমেদ জামাল, ছলিমুল্লাহ মেজবা ও জাহাঙ্গীর আলম আনসারী। মতবিনিময়কালে হাব সভাপতি বলেন, এখন থেকে হাব কারো লেজুড়ভিত্তি করবে না। আমরা সরকারের সাথে কাজ করবো। কিন্তু সরকারের কোনো লেজুড়ভিত্তি করবো না। হজ যাত্রীদের স্বার্থ আমরা আগে দেখবো। আর অতীতে যেসব অনিয়ম-দুর্নীতি হয়েছে সেসব থেকে আমরা বেরিয়ে আসবো। তিনি বলেন, সৌদি থেকে প্রতিটি এজেন্সির জন্য ১ হাজার কোটা দেয়ার কারণে ১৩০০ এজেন্সির মধ্যে মাত্র ৭০টি এজেন্সি কাজ করছে। আর বাকীরা সাব এজেন্সি হিসেবে কাজ করছে।
প্রতি বছরই হজে যাওয়ার সময় শেষ মুহূর্তে ও মক্কা-মদীনায় গিয়ে হজ যাত্রীদেরকে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়-এমন প্রশ্নের জবাব গোলাম সরওয়ার বলেন, দেশের ভেতর সেই হয়রানির শিকারটা হয় সেটার জন্য মূলত কিছু মধ্যসত্ত্বভোগী দায়ী।