বরিশালের বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে মামলায় জড়ানোর ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রীমকোর্ট বার এ্যাসোসিয়েশনের সাবেক সহ-সম্পাদক এ্যাডভোকেট গোলাম মুহাম্মদ চৌধুরী আলালকে আহ্বায়ক করে বিএনপির পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত নেতৃবৃন্দের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।