পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীর নেতৃত্বে এই হামলায় ডিআরইউয়ের তিন কর্মচারী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১০টা ও বেলা ১২টার দিকে দুইবার এ ঘটনা ঘটে। এসময় আহত হন ডিআরইউর স্টাফ জাকির হোসেন বাবুল, ম্যানেজার জহিরুল ইসলাম ও ক্যান্টিন কর্মী রবিউল ইসলাম। তাদের মধ্যে বাবুলের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মীরা বলেন, সকালে বাবুলকে পথে একা পেয়ে তারা মারধর করে। পরে আরও শতাধিক লোকজন লাঠিসোঁটা নিয়ে ছুটে আসে। তারা বাবুলকে একা পেয়ে তার মাথায় লাঠি ও হেলমেট দিয়ে আঘাত করে। শাহবাগ থানায় অবস্থান করা ডিআরইউয়ের এক কর্মী জানান, করতোয়া কুরিয়ার সার্ভিসের পাঁচজন কর্মীর নামে মামলা করতে থানায় এসেছি। এই হামলার মূলে তারাই ছিল। তাদের প্রত্যক্ষ প্ররোচণায় হামলার ঘটনা ঘটেছে ও আমাদের সহকর্মী আহত হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ডিআরইউ স্টাফদের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ কর্মচারীদের হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।