পবিত্র মাহে রমাদানে জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভির পর্দায় শুরু হচ্ছে শিশুদের কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস ২০২৫’ এর ২য় সিজন।
কিডস ক্রিয়েশন আয়োজিত আকিজ প্লাস্টিকস নিবেদিত এই অনুষ্ঠানটিতে সারা দেশ থেকে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এবারের ২য় সিজনে চ্যাম্পিয়ন টিম পাবে এক এক লক্ষ টাকা ও রানারআপ পঞ্চাশ হাজার টাকাসহ সেরা ১০ টি টিমের জন্য আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিদিন বিকাল ৪:৩০ মিনিটে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এঞঠ ও দেশের প্রথম শিশুতোষ আইপি চ্যানেল কিডস ক্রিয়েশন টিভিতে।
হাবিবুল্লাহ শিকদারের পরিচালনায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন আহসান হাবীব খান।
অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই - ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও আমান সিম। প্রেস বিজ্ঞপ্তি।