DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজধানী

প্রেসক্লাবের সামনে মানববন্ধন

শিশু ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিশুধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। বিশেষ করে মাগুরার আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এসময় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে দ্রুত শাস্তি কার্যকর করার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

স্টাফ রিপোর্টার
Printed Edition
p12g

শিশুধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। বিশেষ করে মাগুরার আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এসময় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে দ্রুত শাস্তি কার্যকর করার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। বক্তারা হুঁশিয়ারি দেন শিশু ধর্ষকদের বিচার না হলে আমরা আবার জুলাই আন্দোলনের মত সবাই একত্রিত হয়ে মাঠে নামব। গতকাল সোমবার মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা। এসময় উপস্থিত নারীরা ধর্ষকদের শাস্তির দাবিতে নানা শ্লোগান দেন । “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, আর নয় প্রহসন, ধর্ষকের কোন পরিচয় নেই, উই ওয়ান্ট জাস্টিস।

সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম বলেন, যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি এ ধরনের ধর্ষণে আলামত নষ্ট করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে ধর্ষকরা ধরাছাঁয়ার বাইরে রয়ে গেছে। অনেক সময় থানায় কেসও নেয়া হয়নি। যদিও বা কোন ধর্ষককে আইনের আওতায় আনা গেছে বা নাম গণমাধ্যমে এসেছে, দেখা গেছে তিনি কোন না কোন এমপির আত্মীয়। ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। তার প্রমাণ আবার দিতে হবে। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে আমরা কলংকিত হতে দেব না।

এসময় সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল বলেন, আজ একটি পরিবারে, ঘরে শিশু নিরাপদ নয়। এ কেমন সমাজ ব্যবস্থায় আমরা এসে পড়েছি। আমাদের মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে একজন নারী যেন ঘরে বাইরে সমান নিরাপদ বোধ করেন।

বক্তারা আরও বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি আমরা বিচার না পাই তাহলে আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পুরোপুরি বিনষ্ট হবে। আমাদের বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন কোন প্রভাব ছাড়া কাজ করছেন। আমরা তারও প্রমাণ দেখতে চাই। মানববন্ধনে সহসভাপতি ডা: শাহীন আরা আনওয়ারী, সহকারী সেক্রেটারি সাহেল মুস্তারি ও ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলামসহ সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে নির্মম ধর্ষণের শিকার হয় আট বছরের এ শিশু। গত শনিবার বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়েট্রিক আইসিইউ থেকে সিএমএইচে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়েছে। এরপর থেকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। এদিকে সকল ধর্ষণের উপযুক্ত বিচারের দাবিতে সারাদেশ উত্তাল বিক্ষোভ ও আন্দোলনে।