রাঙামাটি সদর উপজেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের এক কর্মীকে গুলী করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জেএসএসকে দায়ী করলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। গতকাল রোববার সকাল ৯টায় উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান। নিহত নির্মল খীসা (৩২) নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ইউনিয়নের তৈ চাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।
হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছি ইউপিডিএফ। সংগঠনের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, ওত পেতে থাকা জেএসএসের (সন্তু লারমা) ৬-৭ জনের একটি দল ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এসময় গুলীতে ইউপিডিএফ সদস্য নির্মল খীসা নিহত হন। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায়। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। যে এলাকায় ঘটনা ঘটেছে, সে এলাকায় আমাদের কোনো সাংগঠনিক কাজ নেই। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলে এটা হতে পারে। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।