ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকের জন্য পশ্চিমবঙ্গ গিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিদল। এই সফরের শুরুতে গতকাল মঙ্গলবার ফারাক্কা বাঁধের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তারা। সফরের জন্য শুক্রবার পর্যন্ত তারা পশ্চিমবঙ্গে অবস্থান করবেন।
সোমবার শতাব্দী এক্সপ্রেসে চড়ে ফারাক্কার উদ্দেশে রওনা দেন প্রতিনিধি দলের সদস্যরা। সন্ধ্যায় তারা নিউ ফারাক্কা স্টেশনে পৌঁছলে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আরডি দেশপাণ্ডে। পরে দেশপান্ডে ও প্রকল্প কর্মীরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিনিধিদের নিয়ে গেস্টহাউজের দিকে রওনা দেন।
গতকাল মঙ্গলবার সকালে বাঁধ পরিদর্শন করেন বাংলাদেশের নদী বিশেষজ্ঞরা। স্পিডবোটে করে ফারাক্কার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তারা। সেখানে উপস্থিত ছিলেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্য মোহাম্মদ আবুল হোসেন।