বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা পূরণে রমজান মাসে ঢাকা মহানগরীর সিএনজি স্টেশনগুলো সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকবে।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার জন্য পেট্রোবাংলাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছর রমজানে স্টেশনগুলো বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

গত বছরের ৬ এপ্রিল পর্যন্ত এ নিয়মে বন্ধ ছিল সিএনজি স্টেশন। এরপর সেটি আগের মতো সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত রাখা হতো।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়। অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ ছিল।