DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজধানী

স্বাধীনতার এত বছরে এসেও ধর্ষকদের বিচার চাইতে হয় আক্ষেপ শিবির সেক্রেটারির

স্বাধীনতার ৫০ বছরে এসেও ধর্ষকদের বিচার চাইতে সমাবেশ করতে হয়, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় এমন আক্ষেপ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, মেয়েটি বাইরের লোক নয়, ঘরের লোক দ্বারাই ধর্ষিত হয়েছে। তাকে নিরাপদ ঘর দিতে সমাজই ব্যর্থ হয়েছে।

স্টাফ রিপোর্টার
Printed Edition
Default Image - DS

স্বাধীনতার ৫০ বছরে এসেও ধর্ষকদের বিচার চাইতে সমাবেশ করতে হয়, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় এমন আক্ষেপ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, মেয়েটি বাইরের লোক নয়, ঘরের লোক দ্বারাই ধর্ষিত হয়েছে। তাকে নিরাপদ ঘর দিতে সমাজই ব্যর্থ হয়েছে।

গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে’ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। স্বাধীনতার এত বছরে এসেও ধর্ষকদের বিচার চাইতে হয়, আক্ষেপ শিবির সেক্রেটারির। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মানবসম্পদবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ২০১৬ সাল থেকে ২০ সাল পর্যন্ত ২৬ হাজারের বেশি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। আর ২০ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ৬ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা অধিকাংশ ধর্ষণের কোনো বিচার পাইনি। নারী ও শিশু নির্যাতনের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তাতে এ পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩২ হাজার মামলা দায়ের করা হয়েছে। কিন্তু দীর্ঘসূত্র কারণে মাত্র পাঁচ শতাংশ মামলার বিচারকাজ হতে দেখা গেছে। বিচারহীনতার কারণে বহু ধর্ষক সমাজেই বসবাস করছে এবং আরও ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে।

সাদ্দাম বলেন, আজ নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। অথচ ১৫০০ বছর আগে ইসলাম তা বলে গেছে, ধর্ষকদের পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য। কিন্তু এখন ধর্ষণের একটা মামলা করা হলে ৭-৮ বছরেও তার কোনো বিচার হয় না। এই বিচারব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

শিবিরের এই সেক্রেটারি জেনারেল বলেন, ইদানীং আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে। কোনো ঘটনা ঘটলে একটি দল বলছে, দেশে নির্বাচিত সরকার নেই বলে এমন ঘটনা ঘটছে। তাদের বলতে চাই, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের মাইনাস করা হবে। জনগণ আপনাদের সমর্থন দেবে না, তাদের পালস বোঝার চেষ্টা করুন। আমরা আর কোনো গুম, খুনও ধর্ষণের রাজনীতি দেখতে চাই না। তিনি আরও বলেন, কেবল বিচারব্যবস্থা পরিবর্তনই নয়, দেশে চলা অপসংস্কৃতিও বন্ধ করতে হবে। শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে।