রাজধানী
আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
অধিকার সমতা ক্ষমতায়নের অঙ্গীকারে
ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এর মধ্যে সভা-সমাবেশ, র্যালি, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রতিপাদ্য ছিল- অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন।
Printed Edition
ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এর মধ্যে সভা-সমাবেশ, র্যালি, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রতিপাদ্য ছিল- অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন।
‘নতুন বাংলাদেশে’ নারী-পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো রকম চেষ্টা করলে সরকার ছাড় দেবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘সমাজে বিরাজমান অস্থিরতা, অস্থিতিশীলতা, মবজাস্টিস, নারী ধর্ষণ বন্ধ না হলে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না। তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে আমাদের তরুণ সমাজ তাদের বুকের রক্ত দিয়ে দেশে নতুন স্বাধীনতা এনেছে। ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে। তাহলে কেনো এখনো নারীরা ধষর্ণের শিকার হচ্ছে? বাসে, পথে-ঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে। মবজাস্টিসের ঘটনা বাড়ছেই। এসব বিষয়ে সরকার কেনো চুপচাপ? সরকার কেনো কথা বলছে না?
সেলিমা রহমান বলেন, ‘ড. মুহাম্মদ ইউনুস একজন বিশ্ববিখ্যাত নন্দিত নেতা। আমরা তার কাছে আশা করি, যারা দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের কঠোর হস্তে দমন করবেন। তাদের শাস্তি দেবেন।
শনিবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে র্যালিপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সেলিমা রহমান এসব কথা বলেন।
নারী নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছে, এজন্য পুরুষই দায়ী। নারীদের আরও সচেতন হতে হবে। আমরা নারীদের নারী নয়, মানুষ হিসেবে দেখতে চাই। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
নারীর প্রতি বিদ্বেষ, হিংসা, সহিংসতা কমানো এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় নারী জোট। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এমন দাবি জানিয়েছেন তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, এ বছর যখন নারী দিবস পালিত হচ্ছে তখন বাংলাদেশে নারীর প্রতি বিদ্বেষ, হিংসা, সহিংসতা, নির্যাতন, ধর্ষণ স্মরণকালের সব রেকর্ড ভেঙেছে।
নারী মানুষ হিসাবে সম্মান চায়। তাদের সিদ্ধান্তের সম্মান ও মূল্যায়ন চায়। মেধার মানদন্ডে কোন পার্থক্য নেই। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস এসব কথা বলেন। জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধ শুরু হয়েছে। আমি জুলাই আন্দোলনের কথা বার বার বলি কারণ আমরা ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দীর্ঘ যাত্রা আমরা শুরু করেছি। শনিবার "আন্তর্জাতিক নারী দিবস ২০২৫" উপলক্ষে ধানমন্ডি ডাব্লিউভিএ মিলনায়তনে সম্মিলিত নারী প্রয়াসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ঢাকার বাইরেও আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচী পালিত হয়েছে।
ফরিদপুর
নারী দিবস উপলক্ষে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াসিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ হাসেম আলী, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, মহিলা অধিদফতরের উপ-পরিচালক মাশউদা হোসেন, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এফডিএ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম, রঙিন সুতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী সোনিয়া রহমান।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে শনিবার সকালে জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও মহিলাবিষয়ক অধিদফতরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সৈয়দপুর
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুর নাহার শাহাজাদী।
উলিপুর
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’- এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনের সঞ্চালনায় এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক বাবুল মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মান্দা
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।