রাজধানী
ইফতার-ঈদ শপিংয়ে ব্যাংকের কার্ডে মূল্যছাড়ের প্রতিযোগিতা
ঈদ মানে আনন্দ। ঈদ মানে নতুন জামা-কাপড়। আর কিছুদিন পরেই আসছে খুশির ঈদ। তাই তো উৎসব এলেই জমে ওঠে কেনাকাটা। সেই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। ক্রেতারাও বাধ্য হয়ে বাড়তি দামে পণ্য কেনেন।
Printed Edition
ঈদ মানে আনন্দ। ঈদ মানে নতুন জামা-কাপড়। আর কিছুদিন পরেই আসছে খুশির ঈদ। তাই তো উৎসব এলেই জমে ওঠে কেনাকাটা। সেই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। ক্রেতারাও বাধ্য হয়ে বাড়তি দামে পণ্য কেনেন। তবে সেই ধারা কিছুটা হলেও বদলাচ্ছে। বেশ কয়েক বছর ধরে রোজায় ইফতার-সেহরি ও ঈদে পোশাকসহ অন্যান্য পণ্যসামগ্রীতে বিশেষ মূল্যছাড় দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কেনাকাটার মূল্য কার্ডে পরিশোধ করলেই মিলছে আকর্ষণীয় সব অফার। ব্র্যান্ড ও পণ্য ভেদে থাকছে আকর্ষণীয় সব অফার ও মূল্য ছাড়। কার্ডের মতো মোবাইল ব্যাংকিংও দিচ্ছে ক্যাশব্যাক অফার। এমন সুযোগ করে দিয়ে ব্যাংকগুলো ঈদের কেনাকাটা একদিকে করে তুলেছে স্বাচ্ছন্দ্যময়, আবার যোগ করেছে বাড়তি আনন্দও।
খাত সংশ্লিষ্টরা জানান, দেশে কেনাকাটা বা লেনদেনে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। আর কার্ডে কেনাকাটা সহজ ও সুলভমূল্যে পণ্য পেতে সহযোগিতা করছে ব্যাংকগুলো। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের পোশাক, জুতা, জুয়েলারিসহ নির্দিষ্ট শোরুমে ও পণ্য কেনাকাটায় দিয়েছে নির্দিষ্ট অঙ্কের বিশেষ ছাড়। পাশাপাশি ইফতারে মূল্য ছাড়ের সঙ্গে রয়েছে একটি কিনলে একটি ফ্রিসহ বিভিন্ন ‘ঈদ অফার’। এ ছাড়া ঈদে ঘরে ফেরা ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আকাশপথে বিমান ভাড়ায়ও ছাড়ের ব্যবস্থা রয়েছে।
জানা গেছে, দেশের বিভিন্ন ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে ব্যাংকগুলো নতুন গ্রাহক আকর্ষণের পাশাপাশি পুরোনো গ্রাহকদের দিচ্ছে ‘ঈদ উপহার’।
ইসলামী ব্যাংক তাদের ভিসা, ডেবিট ও খিদমাহ কার্ড দিয়ে কেনাকাটায় ক্যাশ ব্যাকসহ বিভিন্ন উপহার দিচ্ছে। শরিয়াহ ধারার ব্যাংকটি তাদের কার্ডে ভাইব্রেন্ট, সারা, জারা, নয়ের, ইনফিনিটি, আর্টিসানসহ ৪০টি বেশি লাইফস্টাইল ব্র্যান্ডের শোরুমে ঈদের কেনাকাটায় ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। ইফতার ও ডিনারে নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ার গেট ওয়ানসহ বিভিন্ন ছাড় দিচ্ছে। এ ছাড়া ব্যাংকটি কার্ড গ্রাহকদের কিস্তিতেও কেনার সুযোগ দিয়েছে।
রমযান ও ঈদ উপলক্ষে গ্রোসারি ও নতুন জামা-কাপড়সহ সব ধরনের কেনাকাটায় ক্রেডিট ও ডেবিট কার্ডধারীদের জন্য নানা অফার নিয়ে এসেছে সিটি ব্যাংক। ব্যাংকটি দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ও গ্রোসারি আউটলেটে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এ ছাড়া ৪৫০টিরও বেশি রিটেইল স্টোরে দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত সেভিংস, যা সারা দেশে বিস্তৃত।
এবারও রমযানে ইফতার, সেহরি ও ঈদ কেনাকাটায় কার্ডধারীদের বিশেষ অফার দিয়েছে ইউসিবি। প্রায় ২০০০ পার্টনার মার্চেন্টে ৩০ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট দিচ্ছে ব্যাংকটি। আড়ং, ইয়েলো, বাটা, এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার।
পুরো রমজান মাসজুড়ে ঈদের দিন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ১২০০টিরও বেশি আউটলেটে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। সঙ্গে গ্রাহকদের জন্য থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া গ্রাহকরা যাতে রমজানে পূর্ণ সুবিধা নিতে পারেন, সেজন্য ব্র্যাক ব্যাংক রেস্টুরেন্ট, লাইফস্টাইল, ট্রাভেল, ফার্নিচার, ইলেকট্রনিক্স এবং ই-কমার্স ক্যাটাগরিতে আকর্ষণীয় অফার দিচ্ছে।
ব্যাংক এশিয়া তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের ঈদ কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। পাঁচ তারকা ওয়েস্টিন, শেরাটনসহ নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ান গেট টু-থ্রিসহ বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। এ ছাড়া আড়ং, ইয়েলো, বাটা, এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। পাশাপাশি ব্যাংক এশিয়া মাস্টারকার্ডে (ডেবিট ও ক্রেডিট) গ্রোসারি শপিংয়ে দিচ্ছে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ইলেকট্রনিক্স ভাউচার।
ডাচ্-বাংলা ব্যাংক তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য পাঁচ তারকা বিলাসবহুল হোটেলে রমযান মাসজুড়ে ইফতার ও ডিনারে বাই ওয়ান গেট ওয়ান, টু ও থ্রি অফার দিয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড, ভিসা সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ব্যবহার করে অফার উপভোগ করার সুযোগ রয়েছে। নেক্সাস-পে ও রকেট অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সুপারশপ স্বপ্ন, আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাবসহ বাটা, এপেক্স, লোটো ও বে-এম্পোরিয়ামে এ অফার পাওয়া যাচ্ছে।
রমযানে কার্ডধারীদের বিশেষ অফার দিয়েছে এনআরবিসি ব্যাংক। হোটেল শেরাটন, ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল, প্যান প্যাসিফিক সোনারগাও, রেডিসন, লে মেরিডিয়ানসহ সব পাঁচ তারকা হোটেলে ইফতারসহ ডিনার ও সেহরিতে থাকছে একটি কিনলে তিনটি পর্যন্ত ফ্রি বুফেসহ আরও এক্সক্লুসিভ সব অফার। এছাড়াও ঈদের কেনাকাটায় আড়ংয়ের সব আউটলেটে এনআরবিসির সব কার্ডধারী পাবেন ১০ শতাংশ বিশেষ ক্যাশব্যাক।
ইস্টার্ন ব্যাংকও ৪০টির বেশি লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ধারিত শোরুমে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ দিয়েছে। আড়ং এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্যান্ডেও গ্রাহক পাচ্ছেন ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। ব্যাংকটি কার্ডধারীদের কিস্তিতেও কেনার সুযোগ দিয়েছে।
প্রাইম ব্যাংকের ভিসা কার্ড ও মাস্টার কার্ডধারীদের জন্য কেনাকাটায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। লাইফস্টাইলে কেনাকাটায় ১০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন উপহার।
আড়ংসহ বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে এবি ব্যাংকের গ্রাহক পাচ্ছেন ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এ ছাড়া নামকরা সুপারশপ আগোরা, মীনা বাজার, স্বপ্ন, ইউনিমার্টসহ বিভিন্ন সুপারশপে ১৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
রমযান মাসজুড়ে প্রিমিয়ার ব্যাংকের কার্ডে রয়েছে আকর্ষণীয় সব ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও শূন্য ইএমআইয়ের সুবিধা। ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে সিলেক্টেড লাইফস্টাইল ও জুতার ব্র্যান্ডে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়, সিলেক্টেড গ্রোসারি মার্চেন্টে সর্বোচ্চ ২৫ হাজার টাকার ইলেকট্রনিক ভাউচার। এ ছাড়া লাইফস্টাইল পার্টনার শপে প্রিমিয়ার ব্যাংকের কার্ডধারীরা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া গহনার দোকানে মজুরিতে ৫১ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। বড় বড় শহরের হোটেল কিংবা রিসোর্টে রুম রেন্টের ওপর ৫৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
ঈদ কেনাকাটা আরও বর্ণিল, সহজ এবং সাশ্রয়ী করে তুলতে এবারও ক্যাশব্যাকসহ বেশ কিছু অফার নিয়ে এসেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ‘বিকাশ’। বিকাশের গ্রাহকদের অনলাইন শপে সর্বোচ্চ ৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এ ছাড়া পছন্দের কেনাকাটায় ডিসকাউন্ট কুপনসহ পছন্দের অ্যাক্সেসরিজ, জুতা ও পোশাক কিনে পাচ্ছেন ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।