রাজধানী
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি। চলতি বছরের স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী (মরণোত্তর), ইতিহাসবিদ ও ভাষা
Printed Edition
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি। চলতি বছরের স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী (মরণোত্তর), ইতিহাসবিদ ও ভাষা আন্দোলনের ইতিহাস রচনার পথিকৃৎ লেখক বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), আধুনিক ভাস্কর্য শিল্পী নভেরা আহমেদ (মরণোত্তর), পপসম্রাট আজম খান (মরণোত্তর)। এছাড়াও বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়া হচ্ছে।
স্বাধীনতা পদক বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে এই পদক দেওয়া হয়। এই পুরস্কার জাতীয় জীবনে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নাগরিক বা গোষ্ঠীকে দেওয়া হয়। ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানসমূহকেও এই পুরস্কার দেওয়া হয়।
এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।