এম এম সামছুল ইসলাম: জাতীয় প্রেসক্লাবের সামনে ৩য় ধাপে বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও প্রধান উপদেষ্টা মহোদয়ের চিঠি দ্রুত বাস্তবায়ণের লক্ষ্যে শিক্ষকদের ৫ দিন ব্যাপী অবস্থান কর্মসূচী ও বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো শিক্ষক ১৫ ফেব্রুয়ারী থেকে এখানে তাদের দাবী আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচী পালন করছেন।
বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশীদ খোকন ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয় অভিমুখে যাত্রাশুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় বেরিকেট দিয়ে বাধা সৃষ্টি করায় সেখানে রাস্তায়ই প্রায় ৭ জন আন্দোলনকারী শিক্ষক অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। সেই বাধার কারণে অবশেষে শিক্ষকগন আবারো পিচে হটে আবারো সেই প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। তাদের সেই কাঙ্খিত ফলাফল না আসা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন।