সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সাঁথিয়ার কৃতিসন্তান ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, মাহে রমজান হতে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে সবাইকে কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। এজন্য পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

বুধবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ চাইনিজ রেস্টুরেন্টে ঢাকাস্থ সাঁথিয়া - বেড়া উন্নয়ন ফোরাম আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক ছাত্রনেতা সৈয়দ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও মাসুদ খানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দারসুল কুরআন পেশ করেন ড. হাফেজ আব্দুল জাব্বার খান।

এতে স্বাগত বক্তব্য রাখেন ফরহাদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একেএম রফিকুন্নবী, অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, ড. সোহেল আল বেরুনি, সাকলাইন মোস্তাক প্রমুখ।

অনুষ্ঠানে পাবনার সাঁথিয়া - বেড়া এলাকার বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান ছাত্র ও যুব নেতৃবৃন্দ অংশ নেন।