গত ৩ মার্চ দুপুরে রাজধানী শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ জনের প্রাণহানীসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে নিহত এবং ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ দানের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

গতকাল মঙ্গলবার দেয়া যৌথ বিবৃতিতে মহানগরী নেতৃদ্বয় বলেন, দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ক্রমেই বাড়ছে। অপরিকল্পিত নগরায়ন এর অন্যতম কারণ। সর্বোপরি অগ্নিনির্বাপনে সর্বাধুনিক প্রযুক্তির অভাবেও প্রতিবছর অগ্নিকাণ্ডে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আবার কোন কোন অগ্নিকাণ্ডের ঘটনা বেশ রহস্যজনক। সে ধারাবাহিকতায় গত ৩ মার্চ ঢাকা নগরীর শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপকভাবে জানমালের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। যা অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত, শোকাবহ ও বেদনাদায়ক।

মহানগরী নেতৃদ্বয় অগ্নিকাণ্ডের কারণ তদন্তে এবং ঘটনাটি পূর্ব পরিকল্পিত বা নাশকতামূলক কি না তা খতিয়ে দেখতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দায়িদের দৃষ্টান্তমূলত শাস্তির আওতায় আনার আহবান জানান। একই সাথে ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবিষ্যৎ করণীয় ও সুপারিশমালা প্রণয়ন এবং তা বাস্তবায়ন এবং অগ্নিনির্বাপনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা নিশ্চত করার কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি করেন।

তারা নিহতদের শহীদ হিসাবে কবুলের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। নেতৃদ্বয় তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, তাদের সাবরে জামিল ধারণের তাওয়াফিক কামনা এবং নিহত ও ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরুণ প্রদান করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ: গত সোমবার সন্ধ্যায় গুলশান শাহজাদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সৌদিয়া হোটেলে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, গুলশান থানা পূর্বের আমীর জিল্লুর রহমান, সেক্রেটারি আবদুল মোতালেব মঈন প্রমুখ। জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের স্বান্তনা ও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রেসবিজ্ঞপ্তি।