রাজধানী
ঈদ যাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে উদ্যোগ সরকারের
ঈদ যাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এনিয়ে গতকাল আনুষ্ঠানিক বৈঠক করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত কমিটি। এবারের ঈদে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে ঘরমুখী মানুষের।
Printed Edition
ঈদ যাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এনিয়ে গতকাল আনুষ্ঠানিক বৈঠক করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত কমিটি। এবারের ঈদে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে ঘরমুখী মানুষের। রাস্তায় কোন ধরনের অপরাধ যাতে না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবো সর্বোচ্চ সতর্ক। এছাড়া যানজট নিরসনে থাকবে অনেক কর্মসূচি। পদ্মা সেতুতে যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সে জন্য গতিসীমা ৮০ কিলোমিটার থাকবে। অতিরিক্ত ভাড়া যাতে না নিতে পারে সেজন থাকবে টিম।
এছাড়া বাস টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো ও সেগুলো মনিটরিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বেহাল সড়কগুলো ১৫ রমযানের মধ্যে মেরামত করার নির্দেশ দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দেবে যাতে ডাকাতির মতো ঘটনা না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে।
ঈদযাত্রায় যানজট এড়াতে পদ্মাসেতুর ওপর দিয়ে গাড়ির চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সে জন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দেওয়ার নির্দেশে দেওয়া হয়েছে। একই সঙ্গে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে যেন দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যায়-সে ধরনের ব্যবস্থাপনাও থাকবে।’
ঈদে জানমালের নিরাপত্তার স্বার্থে রাজধানীর বাস টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো ও সেগুলো মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ঈদের সময় গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী, গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় সিসিটিভি বসানো হবে এবং সেগুলো মনিটর করা হবে। এগুলোর জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে।’
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ঈদে দেড় কোটি মানুষ বাড়ি যাবে। এর আগে রাস্তা সংস্কার করার একটা বিষয় থাকে। আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করেছি। আগামী ১৫ রোজার মধ্যে সকল রাস্তার সংস্কার কাজ শেষ করতে হবে।’
এবার ঈদে যানজট কম হবে। কারণ অনেক ছুটি আছে, মানুষ ধাপে ধাপে যেতে পারবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। ট্রেনের টিকিটের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ঈদের সময় ১০টা বিশেষ ট্রেন চালানো হবে। কোনো ট্রেনের ডে-অফ থাকবে না ঈদের সময়। ঈদে অগ্রিম টিকিট দেওয়া হবে ১৪ মার্চ। এই দিন দেওয়া হবে ২৪ মার্চের অগ্রিম টিকিট এবং ৪৪টা অতিরিক্ত কোচ সংযোজন করা হবে অতিরিক্ত যাত্রী পরিবহন করার জন্য। এ ছাড়া ট্রেনের সকল অগ্রিম টিকিট অনলাইনে দেওয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে অনলাইনে দেওয়া হবে এবং পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হবে। প্রতিটি ট্রেনের ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে ট্রেনের যাত্রার আগে।’
মহাসড়কে ডাকাতির বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, ‘হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দেবে যাতে ডাকাতির মতো ঘটনা না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে।’
ঈদের শেষের দিকে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এ বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, ‘সড়ক এবং রেল মন্ত্রণালয় থেকে টিম থাকবে। তারা নিজে এসব জায়গা পরিদর্শন করবে। ঈদে মানুষের যাতায়াতটা যেন সুন্দর হয়, এবার সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি।’
মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে প্রশ্ন করা হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বলেন, সড়কপথে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না। এ রকম কোনো তথ্য পেলে আমাদের কাছে দিলে, আমরা ব্যবস্থা নেব।’
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘ঈদে দেড় কোটি মানুষ বাড়ি যাবে। এর আগে রাস্তা সংস্কার করার একটা বিষয় থাকে। আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করেছি। আগামী ১৫ রোজার মধ্যে সকল রাস্তার সংস্কার কাজ শেষ করতে হবে।
ঈদের শেষের দিকে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, এ বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, ‘সড়ক এবং রেল মন্ত্রণালয় থেকে টিম থাকবে। তারা নিজে এসব জায়গা পরিদর্শন করবে। ঈদে মানুষের যাতায়াতটা যেন সুন্দর হয়, এবার সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি।’
মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে প্রশ্ন করা হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বলেন, সড়কপথে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না। এ রকম কোনো তথ্য পেলে আমাদের কাছে দিলে, আমরা ব্যবস্থা নেব।