ভোরের আলো ফুটবার আগেই ঢাকার কাকরাইল এলাকায় শুরু হয় অভাবনীয় নিরাপত্তা প্রস্তুতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ঘিরে সকাল থেকেই মোতায়েন করা হয় পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের। বিভিন্ন স্থানে বসানো হয় চেকপোস্ট ও তল্লাশি পয়েন্ট। এই কঠোর নিরাপত্তার মধ্যেই সকাল সাড়ে ৭টার দিকে “বাংলাদেশ জেল–প্রিজন ভ্যান” লেখা একটি সবুজ রঙের গাড়িতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হয় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে টাস্কফোর্স ইন্টারোগেশন সেল (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)–এ গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার শুনানির দিন আজ নির্ধারিত ছিল। সেই অনুযায়ী আটক সেনা কর্মকর্তাদের হাজির করা হয়।
সকাল ৮টা ১০ মিনিটে তাদের ট্রাইব্যুনালের এজলাসকক্ষে তোলা হয়। কিছুক্ষণ পরই শুরু হয় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি—যা পরিচালনা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
ট্রাইব্যুনালে হাজির হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, কর্নেল মশিউল রহমান জুয়েল, লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী ও লে. কর্নেল মখচুরুল হক (অব.) প্রমুখ।
ট্রাইব্যুনালের আশপাশে কাকরাইল, মৎস্য ভবন, পল্টন ও হাইকোর্ট এলাকা জুড়ে দেখা গেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনা সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, আদালতের নির্দেশে আজ হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছে। তারা হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো।
উল্লেখ্য, টিএফআই–জেআইসি সেলে গুম–খুন এবং জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোট তিনটি মামলায় ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ৮ অক্টোবর শেখ হাসিনাসহ ১৭ জনের নামে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। একই দিনে “আয়নাঘর” বা জেআইসি–এর মামলায় হাসিনা ও তারেকসহ ১৩ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দাখিল করা হয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলাগুলোর অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ট্রাইব্যুনাল আজকের মধ্যে তাদের হাজিরের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী আজ সকালেই ট্রাইব্যুনালে তাদের উপস্থিত করা হয়।