স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এম মিসবাহ উর রহমান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক, নাজমুস সাকিব সাত দিনের রিমান্ড আবেদন করে কিরণকে আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী, এম এম ফারুক রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জানান, রিমান্ড আবেদনটি করা হয়েছিল ৪ জুন, অথচ ১১৬ দিন পর শুনানি অনুষ্ঠিত হলো। আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক, আতিকুল ইসলাম বলেন, এ আসামির রিমান্ড শুনানির জন্য ছয়বার তারিখ নির্ধারিত হলেও তাকে হাজির করা হয়নি, কেন হাজির করা যায়নি, তা গাজীপুর কারাগারই বলতে পারবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী, শামসুদ্দোহা সুমন জানান, জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এর মধ্যে উত্তরা ছিল অন্যতম কেন্দ্রবিন্দু। অভিযোগ রয়েছে, আসামি আসাদুর রহমান কিরণের নেতৃত্বে গাজীপুরের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এই হামলায় কারা কারা জড়িত, ব্যবহৃত অস্ত্রগুলো কোথায় রয়েছে, তা জানার জন্য তাকে রিমান্ডে নেওয়া জরুরি।

মামলার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীসহ অনেকে অংশ নেন। ওই দিন উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে এবং তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে তিনি মামলা দায়ের করেন।

আসাদুর রহমান কিরণকে গত বছরের ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।