ময়মনসিংহে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসে বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা অবশেষে বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত।
রোববার (২৭ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, মামলাটি পুনরুজ্জীবনের জন্য করা 'লিভ টু আপিল' খারিজ করেছেন আপিল বিভাগ।
উল্লেখ্য, ২০১০ সালে ড. ইউনূসের একটি বক্তব্য ঘিরে তার বিরুদ্ধে ময়মনসিংহে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছিল। পরে ২০১১ সালে তিনি হাইকোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে ২০২৩ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটি খারিজ করে রায় দেন।
পরে রাষ্ট্রপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। বিষয়টি প্রথমে আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে এবং পরবর্তীতে সেটি ২৭ জুলাই মূল বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়। শুনানির পর আপিল বিভাগ মামলাটি চূড়ান্তভাবে বাতিল করে দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অনীক আর হক এবং ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।