গোপালগঞ্জ সংবাদদাতা : গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা-কর্মীসহ মোট ১৫,৬০৪ জনকে আসামি করে ১৩টি মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া থানায় মামলাগুলো রুজু হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দিন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমাবেশ থেকে বিরত রাখতে রাষ্ট্র ও সরকারবিরোধী সন্ত্রাসী কর্মকা-ে জড়িত হয়। তারা সরকারি কাজে বাধা, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মচারীদের ওপর হামলা, হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, সরকারি স্থাপনা ও রাজনৈতিক সমাবেশে হামলা এবং গোপালগঞ্জ জেলা কারাগার আক্রমণের মতো নাশকতামূলক কর্মকা- ঘটায়। এসময় সংঘর্ষে ৫ জন নিহত হন। নিহতরা হলেন, সোহেল মোল্লা, ইমন তালুকদার, রমজান কাজী, দীপ্ত সাহা ও রমজান মুন্সি। মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা (আইও) আবুল কালাম আজাদ, ইমানুর রহমান ও করমান আলী জানান, মোট ১৫,৬০৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নাম-ঠিকানাসহ সুনির্দিষ্টভাবে ১,১০৪ জনকে আসামি করা হয়েছে, আর বাকি ১৪ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিদের তালিকায় রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দীন আজম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র রকিব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু। এছাড়া জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুদ রানা, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সাবেক সভাপতি জাহিদ মাহমুদ বাপ্পি, সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক পপা রায় চৌধুরী এবং শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরসহ ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের অনেকে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ জুলাইয়ের পর থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিভিন্ন জেলার কারাগারে পাঠানো হয়েছে। সহিংস ওই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। এসব মামলার কারনে নিষদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন। গোপালগঞ্জ জেলায় আওয়ামী লীগের দৃশ্যমান কোনো কর্মকা- লক্ষ্য করা যাচ্ছে না।