আদালতে হাজির হতে গিয়ে জনরোসের মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। রোববার (৬ এপ্রিল) দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এলে জনরোসের মুখে পড়েন তিনি।

দুপুর সাড়ে ১২ টার দিকে নীলফামারী জেলা কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয় তাকে। এসময় আদালত চত্বরে বিক্ষুব্ধ কিছু লোক ভূয়া, ভোট চোর ও খুনি স্লোগান দিয়ে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে কিলঘুষি মারার চেষ্টা করেন। তবে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা আফতাব উদ্দিন সরকারকে নিরাপদে আদালতে হাজির করান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেন। এসময় প্রিজন ভ্যান লক্ষ করে ধুলাবালি নিক্ষেপ করেন বিক্ষুদ্ধ জনতারা।

বাদী পক্ষের আইনজীবি মামুনুর রশীদ পাটোয়ারী বলেন,‘রংপুরের একটি মামলায় ভোটচোর সরকারের এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়েছিলেন। আজকে নীলফামারীর দুটি মামলায় পুলিশ তাকে শোন এ্যারেস্টের আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে এই ভোট চোর এমপিকে আদালতে হাজির করে তাকে শোন এ্যারেস্ট দেখানো হয়েছে। এই শোন এ্যারেস্টের পরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।’