মুন্সীগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সাবিনা আক্তারকে (তুহিন) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, রোববার রাত ১০ টায় রাজধানীর মনিপুর এলাকার একটি এপার্টমেন্ট থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করা হয়। গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সীগঞ্জ শহরে আওয়ামীলীগ যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রসীদের গুলীতে উত্তর ইসলামপুরের রিয়াজুল ফরাজী সহ মো. সজল এবং মনোয়ার হোসেন ডিপজল নিহত হয় এবং আহত হয় শতাধিক ছাত্র জনতা। জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, মোহাম্মদ ফয়সাল বিপ্লব ৩ টি হত্যা মামলা সহ ৬ টি মামলার এজাহারভুক্ত আসামী । গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আতœগোপনে চলে যান। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মুজিবরের একান্ত সহচর (দেহরক্ষী) মহিউদ্দিন আহম্মদের ছেলে।