সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। অভিযুক্ত ব্যক্তি উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়া।
সোমবার (২৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম।
তিনি জানান, ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।
ডিসি মহিদুল বলেন, "আইন লঙ্ঘন করে যারা মব তৈরি ও বিশৃঙ্খলা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ জানায়, নিরাপত্তার স্বার্থে রোববার রাতে গ্রেপ্তারকৃত নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রোববার (২২ জুন) সন্ধ্যায় উত্তরা এলাকায় স্থানীয় জনতা কে এম নুরুল হুদাকে আটক করে। পরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা তাকে লাঞ্ছিত করে এবং জুতার মালা পরিয়ে দেয়।