মহেশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ শফি উল্লাহ শফি হত্যা মামলার ৯ জন আসামীকে জেলহাজতে প্রেরণ করেছে বিজ্ঞ বিচারক।
সম্প্রতি আসামীরা আদালতে আত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ বিচারক জামিন না মন্জুর করে তাদেরকে ১৯ই আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে জেলহাজতে প্রেরণ করেন।
ফ্যাসিস্ট সরকার পতনের পর ৫ই আগস্ট ২০২৪ ইং মহেশখালী উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল শেষে দপ্তর সম্পাদক মোহাম্মদ শফি উল্লাহ শফি বাড়ি ফেরার পথে রাত ১১টায় পুটিবিলা বানিয়ার দোকান পৌঁছা মাত্রই উৎপেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহত শফি চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮দিন ধরে চিকিৎসা চলাকালীন অবস্থায় ১৩/০৮/২০২৪ ইং দুপুর ২ টার সময় মৃত্যুবরণ করেন। সেই ঘটনায় নিহতের পিতা কামাল পাশা বাদী হয়ে সাবেক এমপি আলমগীর ফরিদকে ১নং আসামী করে ২৫ জনের বিরোদ্ধে মামলা দায়ের করেছে।
উক্ত মামলার ৩ জন আসামী তারেক রহমান জুয়েল, মোঃ আনছার উল্লাহ ও ইমতিয়াজ উদ্দিন ২ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছে।
১০ জন আসামী উচ্চ আদালত থেকে দেড় মাসের জন্য রোড পারমিট নিয়েছিল। রোড পারমিট শেষে ৯ জন আসামী-আরিফ, বাবর, নাছির, আনোয়ার পাশা, ওসমান, বেলাল, আমানুল্লাহ, বান্ডো ও বাইট্টে ১৯ আগস্ট কক্সবাজার নিম্নআদালতে আত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ বিচারক জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।