পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আলোচিত জামায়াত কর্মী সাইফুল ইসলাম (৩২) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আওয়ামী ফ্যাসিস্টদের দোসর আমিন হাওলাদার (৪৮) দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার ১৭ জুন জেলা মাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত আবেদন নাকোচ করে তাকে কারাগারে প্রেরণ করেন। আমিন হাওলাদার উপজেলার হেতালিয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

ভুক্তভোগী সাইফুল ও তার পরিবার সুত্রে জানা যায়, ২৪ সালের ২৪ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত্র বিরোধের জের ধরে প্রতিবেশী সাইফুল ইসলাম (৩২), তার ভাই হাফেজ আবু সাঈদ (২২) ও তার পিতা আব্দুল মালেক হাওলাদার (৮২) এর উপর আসামি আমিন হাওলাদার (৪৮) ও তার স্ত্রী মুক্তা বেগম (৩৮) সহ একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বর্বরোচিত হামলা চালায়। এতে সাইফুল ইসলাম মাথায় মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। এছাড়া আব্দুল মালেক হাওলাদারের বাম পায়ের উরু সন্ধিস্থল এর নিচ থেকে সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং অন্যান্যদের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সাইফুলের অবস্থার অবনতি হলে তাকে চিকিৎকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উল্লেখ্য: আহত হাফেজ আবু সাঈদ বাদী হয়ে ২০২৫ সালের ১ জানুয়ারী ভান্ডারিয়া থানায় বিবাদী আমিন হাওলাদারকে প্রধান আসামী করে আরো ১৪ জন আসামীর নাম উল্লেখ করে মামলা করেন।