চট্টগ্রাম ব্যুরো : জনতা ব্যাংকের ঋণের নামে বিপুল অর্থ আত্মসাৎ-এ এস আলম গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরও তিনটি মামলা দায়ের হয়েছে। অভিযোগ, ব্যাংক থেকে নেওয়া বিভিন্ন ঋণ “সুদে-আসলে” পরিশোধ দেখিয়ে মোট সোয়া ছয় হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
রোববার সকালে দুদকের চট্টগ্রাম সমন্বয় কার্যালয়-১ এ মামলা তিনটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিচালক সুবেল আহমেদ।
তিন মামলার প্রতিটিতেই এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদকে মূল আসামী করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রী ফারজানা পারভীনসহ জনতা ব্যাংক ও এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বহু কর্মকর্তা-কর্মচারীকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী- এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড: ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৬ মার্চ পর্যন্ত সময়ে জনতা ব্যাংক থেকে নেওয়া ঋণের বিপরীতে সুদে–আসলে ২ হাজার ৩ কোটি ৪৮ লাখ টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী–পরিচালক ফারজানা পারভীন এবং ব্যাংকের ২৮ কর্মকর্তাসহ মোট ৩২ জন অভিযুক্ত।
এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড: ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে ২ হাজার ২৯৭ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ হয়েছে বলে দুদকের অভিযোগ। এ মামলাতেও মাসুদসহ ব্যাংকের মোট ৩২ কর্মকর্তা আসামী।
এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড: ২০০৫ সালের ১০ মে থেকে ২০২৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে ১ হাজার ৯৪২ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ। এ মামলায় সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের পাঁচ সদস্য ও ব্যাংকের ২৬ কর্মকর্তাসহ মোট ৩১ জনকে আসামী করা হয়েছে।
এসব মামলায় দ-বিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ধারা যুক্ত করা হয়েছে।
এর আগে ১৭ ডিসেম্বর এস আলম গ্রুপের আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩ হাজার ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক পৃথক দুটি মামলা দায়ের করে।