ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্ট আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোন বাধা নেই। ঘোষিত তফসিল অনুযায়ী, আগমী ৯ সেপ্টেম্বরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ডাকসু নির্বাচনে ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করে হাইকোর্ট রিট করেছিলেন প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী। সেই রিট আমলে নিয়ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আজ সোমবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছিলেন।
সেই আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।