রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয়কারী সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবং সাবেক এমপি নাসিমা জামান ববির ঘনিষ্ঠজন বলে পরিচিত লিপি খান ভরসার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ১৬ মার্চ রোববার রাত ১০টায় রংপুররে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদীপ্ত শাহীন কড়া পুলিশ নিরাপত্তায় ঢাকা থেকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় নিয়ে আসেন। সেখান থেকে তাকে আদালতে আনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, অর্থ যোগান ও সংঘটিত করার ঘটনা তদন্তের জন্য তার জামিন না মঞ্জুরের আবেদন করেন। শুনানি শেষে জামিন নাুঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দেন বিচারক। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসাকে ১৬ ই মার্চ সকালে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলী চালায়। এতে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছর ১৩ নবেম্বর মহানগর কোতোয়ালী থানায় গুলীবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেন। তাকে এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি করা হয়েছে।
এদিকে গত ১৩ মার্চ বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে লিপি খান ভরসার ম্যানেজার পলাশ হাসান কোতোয়ালি থানায় যান। এ সময় পুলিশের উপ-কমিশনার শিবলী কায়সার মামলার বাদী ম্যানেজার পলাশকে থানার ভেতরেই বেধড়ক মারধর করে একপর্যায়ে তাকে গুলী করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাও করেন। এ ঘটনায় ১৫ মার্চ শনিবার তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে নেয়া হয়েছে।
রংপুর মহানগর পুলিশের ডিসির বিরুদ্ধে ঘুস বানিজ্যের অভিযোগে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার শিবলি কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) হাবিবুর রহমান। ১৫ই মার্চ শনিবার ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেয়া হয়েছে।