নাটোরের লালপুর থানায় মাদক মামলার আসামী মোছাঃ হাসিনা খাতুন (৩৯) কে যাবজ্জীবন ও হেলাল উদ্দিন(৩২)কে পাঁচ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামীর উপস্থিতিতেই এ রায় ঘোষনা করেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচার রেজাউল করিম।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাসিনা খাতুন লালপুর উপজেলার মহরকয়া পূর্বপাড়া এলাকার শওকত থান্দারের স্ত্রী ও হেলাল উদ্দিন একই এলাকার নছিদ উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানাযায়, ২০২০ সালের ১৫ জুন বিকালে লালপুর উপজেলার মহরকয়া এলাকার শওকত থান্দারের বাড়ীর আঙ্গিনা থেকে মাদক দ্রব্য হেরোইন ক্রয় ও বিক্রয় করার সময় হাসিনা খাতুন ও হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। পরে তাদের তল্লাশী করে হাসিনার কোমরের সাদা পলিথিন থেকে ৩০ গ্রাম হেরোইন ও হেলাল উদ্দিনের পরিহিত লুঙ্গির টেমর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে সেই দিন রাতে লালপুর থানায় পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু করে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর বলেন, মামলা দীর্ঘ শুনানী শেষে ৩৬(১) ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় হাসিনা খাতুন কে যাবজ্জীবন ও ৩৬(১) ৮(খ) ধারায় হেলাল উদ্দিনকে পাঁচ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে হাসিনা ও হেলাল উদ্দিন প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন । জরিমানা অনাদায়ে হাসিনা খাতুন ও হেলাল উদ্দিনকে আরো এক বছর করে সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।