টাংগাইল সংবাদদাতা : গত মঙ্গলবার (৬ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: সদর থানা জিআর ৩৮৬/২৩ এর ৬৪ জন জামায়াত - বিএনপির ৬৪ নেতাকর্মী বেকসুর খালাস পেয়েছেন। বিশেষ ক্ষমতা আইনের ১০/২৫ জেলা ও দায়রা জজ আদালতের ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৩২৩/৩০৭/৩৩২/৩৩৩/১১৪/১০৯ তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদান দ্রব্য আইনের ২০২০ এর ৩/৪/৬।
আদালত
টাংগাইলে জামায়াত বিএনপির ৬৪ নেতাকর্মী বেকসুর খালাস
গত মঙ্গলবার (৬ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: সদর থানা জিআর ৩৮৬/২৩ এর ৬৪ জন জামায়াত - বিএনপির ৬৪ নেতাকর্মী বেকসুর খালাস পেয়েছেন।