শতবর্ষী বাণিজ্যিক সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত। ফলে আজ শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠেয় নির্বাচন আর হচ্ছে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এ রায়ের ফলে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী।
চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল চট্টগ্রাম চেম্বারের ট্রেড ও টাউন গ্রুপের অকার্যকর সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। পরে তিনি এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।
চট্টগ্রাম চেম্বারের গঠনতন্ত্র অনুযায়ী, সদস্যদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণি, ৬ জন সহযোগী শ্রেণি, ৩ জন টাউন অ্যাসোসিয়েশন এবং ৩ জন ট্রেড গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন। পরিচালকরাই পরবর্তীতে সভাপতি ও দুই সহসভাপতিকে নির্বাচন করেন। এবারের নির্বাচনে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া তিনজন করে মোট ছয়জন পরিচালক নির্বাচিত হওয়ার পথে ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে চিটাগাং চেম্বারে ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছিল। এরপর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।
চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির (স্মারক নং ০৫.৪২.২০০০.০১১.৯৯.০১৫.২৫.১৫৬, তারিখ ৩০ অক্টোবর ২০২৫) মাধ্যমে ১ নভেম্বরের ভোটগ্রহণ কার্যক্রম মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী স্থগিত করা হয়েছে।
এছাড়া নির্বাচন উপলক্ষে সিসিসিআই কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন, সিটি করপোরেশন, ট্রাফিক, আনসার, পুলিশ ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো সকল চিঠিপত্রের কার্যক্রমও আপাতত বন্ধ থাকবে।