বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারায় বেসরকারী আঁত-তাবারা মডেল হাসপাতালে অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৫০) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। আটককৃত চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম ভুঁঞা। একই সাথে বৈধ কাগজপত্র ও ভুয়া ডক্তিার দিয়ে চিকিৎসা পরিচালনায় হাসপাতালের মালিক মশিউর রহমানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে বেসরকারী আঁত-তাবারা মডেল হাসপাতালে প্রায় দুই মাস পূর্ব থেকে রাজশাহীর বহরমপুর এলাকায় প্রতারক নুরুল ইসলাম নামের এক ভুয়া প্রতারক ডাঃ মোঃ রফিকুল ইসলাম নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে গত ১১ জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁঞা উক্ত হাসপাতালে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ভুয়া চিকিৎসক নুরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারককে উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
এক পর্যায়ে তিনি কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জনৈক রফিকুল ইসলাম পরিচায় দিলে ভ্রাম্যমান আদালত সেখানে খোঁজখবর নেন। ওই হাসপাতালে রফিকুল ইসলাম নামের কোন চিকিৎসক নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালতকে জানান। ভ্রাম্যমান আদালতের তোপের মুখে তিনি নিজের দোষ স্বীকার করেন।