আদালত
নাটোরে স্ত্রী নির্যাতনের মামলায় সাবেক এসপি কারাগারে
নাটোরে স্ত্রী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হককে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
Printed Edition

নাটোরে স্ত্রী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হককে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
আদালত থেকে হাজতে নেওয়ার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে আসামী সাংবাদিকদের উপর হামলা করেন।
মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের আদেশের পর হাজতে না রেখে কোর্ট পুলিশ আসামীকে কোর্ট ইন্সপেক্টর রুমে নিয়ে যায় এবং দুপুর ১টা ৪০ মিনিটে কোর্ট ইন্সপেক্টর এর রুম থেকে কারাগারে নেওয়ার জন্য আসামীকে বের করেন। এসময় সংবাদকর্মীরা আসামীর ছবি নিতে গেলে আসামী সাবেক এসপি ফজলুল হক তাদের ওপর অতর্কিত হামলা করেন। এসময় এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরা পার্সন হাতে চোট পান। উদ্ভূত পরিস্থিতিতে আসামীকে তাৎক্ষণিকভাবে আদালতের হাজতে নিয়ে যায় পুলিশ।
এরপর নাটোরের কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেয়। সাংবাদিকরা দাবি করেন, অন্য আসামীদের মত সাবেক এসপি ফজলুল হককে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যেতে হবে। বেলা ৩টার দিকে সেনাবাহিনী এসে আসামীকে কারাগারে নিয়ে যাওয়া হয়।