ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বির হত্যা মামলায় গ্রেফতার শুটার জিনাত দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। সেইসঙ্গে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার বাকি তিনজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

গতকাল সোমবার মামলার তদন্তকর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম চার আসামীকে আদালতে হাজির করেন। এদের মধ্যে জিন্নাত স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং অপর তিন আসামীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক আসামী জিন্নাতের জবানবন্দী রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি নিয়ে তিন আসামীর রিমান্ড মঞ্জুর করেন। ওই তিনজন হলেন- আব্দুল কাদির, বিল্লাহ হোসেন ও রিয়াজ। এদের মধ্যে কাদির ও বিল্লাল দুই ভাই।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী বিল্লাল। তার ভাই কাদির আসামীদের পালাতে সহায়তা করেন। আর রিয়াজ ঘটনাস্থল রেকি করেছিলেন। শনিবার ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, ভৈরব, কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, মেইন শুটার রহিম গ্রেফতার হয়নি।