নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মুরাদপুরে পূর্ব শত্রুতার দ্বন্দ্বে মনিরুজ্জামান মনুকে গুলি করে ও পিটিয়ে হত্যার ঘটনায় আসামী মিঠু ও টিটুগংরা কারাগার থেকে জামিনে বের হয়ে বাদী সাবিনা বেগম ও নিহতের স্বজনদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১০ আগষ্ট নিহত মনিরুজ্জামান মনুর ভাগ্নি ময়না বেগম বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয় বন্দর থানায় উল্লেখিত আসামীদের বিরোদ্ধে একটি জিডি এন্টি করেন। যার জিডি নং ৫৩৪। তাং ১০/০৮/২০২৫ইং।
ময়না বেগম জিডিতে উল্লেখ করেন, গত ২০২৪ সালের ৭ জুন আমার মামা মনিরুজ্জামান ওরফে মনুকে নির্মমভাবে হত্যার ঘটনায় আমার মামী সাবিনা বেগম বাদী হয়ে মামলা করেন। যার মামলা নং ১৩(৬)২৪ইং। উক্ত মামলার বিবাদী শীর্ষ সন্ত্রাসী টিটু, মিঠু, ফারুক, মনির, নুরুল, সামসুলসহ তাদের সহযোগীরা জামিনে বের হয়ে আমাদের পরিবারেরর উপর চড়াও হয়। আমাদের মামলা তুলে নিতে বিভিন্নভাবে আদালত চত্বরে হুমকিসহ মারমূখী আচরন করছে। এমনকি আমাদের প্রান নাশের হুমকি প্রদান করছে। তাদের এমন কর্মকান্ডে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।