আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে।

এ সহযোগিতাকে আইনের প্রতি শ্রদ্ধাশীলতার নিদর্শন হিসেবে উল্লেখ করে তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বুধবার (২২ অক্টোবর) সকালে ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, “সেনাবাহিনী আইনের প্রতি সম্মান দেখিয়েছে এবং তাদের সহায়তায় অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়েছে। এজন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।”

তিনি আরও জানান, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে এদিন কোনো জামিন আবেদন দাখিল করা হয়নি। আইন অনুযায়ী তাদের অবস্থান বা স্ট্যাটাস নির্ধারণ করা হবে। এছাড়া কোন কারাগারে তাদের রাখা হবে, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারা কর্তৃপক্ষ ঠিক করবে বলে জানান তিনি।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সবুজ প্রিজনভ্যানে করে সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাইব্যুনাল গুমের অভিযোগে দায়ের করা দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারণ করেছে। এছাড়া গত বছরের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর রামপুরায় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।