ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন। সোমবার কোটচাঁদপুর শহরের কলেজ স্ট্যান্ড ও চৌগাছা স্ট্যান্ডে পেট্রোলিয়াম দোকানসহ বিভিন্ন মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬ জন দোকান মালিককে মোট সাত হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ধারা ২০ ভঙ্গে জ্বালানি ব্যাবসায়ী অশোক পালকে চার হাজার টাকা এবং অত্যাবশ্যকীয় পণ্য নিযন্ত্রণ আইন ১৯৫৬ এর ধারা ১২ ভঙ্গে নিতাই পালকে এক হাজার, রিপন পাঁচশত, আঃ হালিম পাঁচশত, খন্দকার হৃদয় পাঁচশত, নাসির উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
আইন ও আদালত
কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন। সোমবার কোটচাঁদপুর শহরের কলেজ স্ট্যান্ড ও চৌগাছা স্ট্যান্ডে পেট্রোলিয়াম দোকানসহ বিভিন্ন মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।